২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

রংপুরে মেডিকেল ক্যাম্পাস থেকে লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 month ago
93


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস থেকে গোল্ডস্টার (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রমেক হাসপাতাল সংলগ্ন মসজিদের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর হাজিরহাট থানার দক্ষিণ কামদেবপুর এলাকার তছলিম উদ্দিনের পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি মাহফুজার রহমান। তিনি বলেন, গোলস্টার হাসপাতালের ট্রলি উঠানামা করত কাজ করত। এছাড়া হাসপাতালে রোগী ধরে দালালি করত। সেই সাথে মাদকাসক্ত ছিলেন।  এই বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়