সরব আওয়ামী লীগ; মাঠে নেই বিএনপি

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধিঃ
মহাসমাবেশের পর বিএনপি- জামায়াতের দেশজুড়ে ডাকা টানা তিনদিন অবরোধ ডাক দিলেও হাতীবান্ধা উপজেলা বিএনপির কোন কর্মসূচি চোখে পড়েনি গত দুদিনে। এতে অবরোধের কোন প্রভাব পড়েনি এ উপজেলায়। এদিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশসহ লাগাতার মোটরসাইকেল মহরা দিতে দেখা যায়।
তবে মাঠে দেখা না গেলেও বিএনপি নেতাদের দাবী, জনগন স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছেন। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে উস্কানিমূলক আচরণ করছে। আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে।
আজ বুধবার দুপুরের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি অবরোধ বিরোধী মোটরসাইকেল মিছিল বের করেন তারা।
এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিক, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, পাটিকা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি দরদীসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।