পলাশবাড়ীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধের দ্বিতীয় দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম লিফেজ ৩৫), বরিশাল ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সরকার ছোটন (৩৫), বরিশাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলামিন (৩৭),উপজেলা ছাত্রদল সদস্য ইউসুফ মন্ডল লেবু (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, তিনি বলেন, গ্রেফতারকৃত ওই পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।