বিরলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন অনুষ্ঠিত

অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে পৌর শহরের বকুলতলা চৌরাস্তা মোড়ে বিএনপি-জামায়াত কর্তৃক অবরোধের নামে বীর মুক্তিযোদ্ধার সন্তান হত্যাসহ দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ এর নেতৃত্বে বৃহষ্পতিবার দুপুরে ওই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমান আলী, বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুল হাসান লিজা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারন সম্পাদক মোকলেসুর রহমান ভট্টুু, ওয়াহেদা বেগম, এলিস রহমান, জ্যো¯œা বেগম, সুলতানা ইয়াসমীন রূমন, রশিদা পারভীন রুবী, পৌরসভার কাউন্সিলর আরিফ হোসেন, সাবেক কাউন্সিলর সেলিনা বেগম, বিরল প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, জাহাঙ্গীর হোসেন, শামীম হোসেন, রানাসহ অনেকেই অংশগ্রহন করেন।