গঙ্গাচড়ায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বিএনপি জামায়াতের তান্ডব প্রতিহত কর, দেশী বিদেশি ষড়যন্ত্র রুখো শ্লোগানে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, পুলিশ হাসপাতালে আগুন ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদুল আলম এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।