১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

রংপুর সদরে শীতের পিঠার ব্যবসা জমেছে

আমাদের প্রতিদিন
3 weeks ago
63


পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:

শীত মানেই পিঠা পুলির উৎসব, শীত মানেই হিমেল হাওয়ায় ধোঁয়া চিতই, পুলি ও ভাপা পিঠার স্বাদ নেওয়ার কাল। শীত এলেই শহর ও গ্রামের হাটবাজারে নানান রকম পিঠা বিক্রি করার ধুম পড়ে যায়। এবার শীতের সঙ্গে সঙ্গে রংপুর সদর উপজেলার ফুটপাতে শীতের পিঠার ব্যবসা জমেছে। গরম গরম ভাপা, চিতই চুলা থেকে নামছে ক্রেতারা এসে সারিবদ্ধ হয়ে পিঠা কিনছেন। সরজমিনে দেখাগেছে রংপুর সদরের পাগলাপীর বাজার ও হরকলি হাট সহ রংপুর সদর উপজেলার বিভিন্ন পাড়া ও মহল্লার মোড়ে ছোট ছোট পিঠার দোকান সাজিয়ে বসেছে পুরুষ - নারী বিক্রেতারা, কেনাবেচা বেস ভালই চলছে। প্রতিটি ভাপা পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা এবং চিতই ১০ টাকা, সরিষা বাটা বা শুটকির ভর্তা থাকছে ফ্রি। পিঠা বিক্রেতা আলম বলেন শীত মৌসুমে পিঠা ভালো চলে, চাকুরীজীবি ও পথচারিরা প্রতিনিয়ত পিঠা খাচ্ছেন, আবার আনেকে পরিবারের জন্য বাসায় নিয়ে যাচ্ছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়