ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তাদেরকে শুক্রবার মাদক আইনে মামলা দিয়ে দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
থানা পুলিশ জানায়, সকালে এসআই ইব্রাহীম খলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যতীন্দ্র নারায়ণ গ্রামস্থ গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ থেকে ৭ কেজি গাঁজাসহ পশ্চিম ফুলমতি গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু হোসেন (৪০) কে হাতেনাতে গ্রেফতার করেছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।