২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
1 month ago
44


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।আজ শনিবার (৪ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের উপদেষ্টা, বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিওয়নের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিবি সেক্টর সদর দপ্তরের কমান্ডার, উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ ইয়াছির জাহান হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বাস্তব সম্মত বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদের পরিশ্রম করতে হবে। তাহলেই তোমরা কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীকে একে অপরের প্রতি সহযোগি মনোভাব রেখে এগিয়ে যেতে হবে। সেই সাথে পাঠ্য পুস্তকের বাহিরে নানা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে আগামী দিনে তোমরা দক্ষতা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী মানবিক গুনাবলী সম্পন্ন জনসম্পদে পরিণত হোক। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আলোচনা শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রংপুরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান, নাচ, কবিতা ও রম্য নাটক  পরিবেশিত হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়