গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুর ঘিড়া বেড়া খুলে নেওয়ার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুর ঘিড়া বেড়ার টিন ও বাঁশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম সর্দার পাড়ায়।
অভিযোগে জানা যায়, মনিরাম সর্দার পাড়ার এরশাদুল হকের পুত্র নুর ইসলামের সাথে একই এলাকার মফিজুল ইসলামের পুত্র সুলতানুর রহমান, মমিনুর রহমান, কমিনুর ইসলাম ও তাদের পরিবারের লোকজনের জমি-জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এরই জের নুর ইসলামের পুকুর ঘিড়া বেড়ার টিন ও বাঁশ রবিবার সুলতানুর ও তার লোকজন খুলে নিয়ে যায়। তারা বাঁশের খুটি পর্যন্ত কেটে নিয়ে যায়। নুর ইসলাম বলেন, সুলতানুরের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের চেষ্টা করছে। এরই মধ্যে তারা আমাদের পুকুর ঘিরে রাখার বেড়ার টিন ও বাঁশ নিয়ে যায়। আমরা নিষেধ করলে নানা রকম হুমকি-ধামকি দেয়। এ ব্যাপারে সুলতানুর রহমান বলেন, ২০২০ সালে আমার বেড়া তারা খুলে নিয়ে গিয়েছিল, তাই আমি এবার তাদের বেড়া খুলে এনেছি।