পলাশবাড়ীতে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি, জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুর পরিচালনায় তরুণের জয়যাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
এ সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সমাবেশে সঞ্চালনা করেন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক।
বক্তারা বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং যেকোন অপশক্তি যেকোনো ষড়যন্ত্র দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে মোকাবেলা করার অঙ্গীকার করেন।