নীলফামারীতে ছাড়ছেনা ঢাকাগামী বাস টিকিট কাউন্টারে যাত্রী সংকট

নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চললেও নীলফামারিতে তেমন কোন প্রভান পড়েনি।অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীরা জেলার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যাত্রী সংকটের কারনে ছাড়ছেনা ঢাকাগামী বাস। অবরোধর সমর্থনে কোথায় মিছিল মিটিং দেখা যায়নি। জেলার বিএনপি কার্যলয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার(৬ নভেম্বর) জেলা ঘুরে দেখা যায়,ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।এছাড়া জেলার বিভিন্ন রুটের বাস চলাচল শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কসহ পাড়ামহল্লার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।অফিস আদালত সময় মত খুলেছে।
জেলা রেলওয়ে বিভাগ বলছে,সকাল থেকে সঠিক সময়ে প্রতিটি ট্রেন নীলফামারী স্টেশন ছেড়ে গেছে। নীলফামারির চিলাহাটি স্টেশন থেকে ঢাকাগামী একটি ও খুলনাগামী দুইটি ট্রেন ছেড়ে গেছে।
পরিবহন শ্রমিক বলছেন, অবরোধের কারনে যাত্রী সংকট হওয়ায় টিকিট কাউন্টার খোলা আছে যাত্রী সংকটের কারনে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে। পথচারী রায়হান বলেন, আমি সকালে রংপুর এজন্য বের হয়েছি দেখতেছি বাস চলছে এখন বাসের অপেক্ষায় আছি আসলে চলে যাব।