১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ফুলবাড়ীতে ২৫০ পিস ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজাসহ অ্যাম্বুলেন্স জব্দ

আমাদের প্রতিদিন
3 weeks ago
53


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫০ পিস ফেন্সিডিল ও  ১৮ কেজি গাঁজাসহ একটি বে-সরকারি অ্যাম্বুলেন্স  জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। যার জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা এবং বে-সরকারি অ্যাম্বুলেন্সের মূল্য আড়াই লাখ টাকা নির্ধারণ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আর আর বে-সরকারি অ্যাম্বুলেন্স ( ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে অ্যাম্বুলেন্সে করে মাদকের চালানটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে পুলিশের টহল জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে গাড়ি রেখে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। এ সময় অ্যাম্বুলেন্স ভিতরে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। পুলিশ আরও জানান, এসব মাদক চালক সিটের উপরে রেখে চাদর দিয়ে ঢেকে রাখে। যা দেখতে অনেকটা মরা লাশের মত ছিল।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়