১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ঘোড়াঘাটে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
55


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে আমড়া (চকবয়রা) সরকারি প্রাথমিক বিদ্যালয়েয় আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ জেলার শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শিক্ষার্থীর অভিভাবক ওয়াহেদুজ্জামান প্রমুখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মিডিয়া কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়