১৯ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৩ ডিসেম্বর, ২০২৩ - 03 December, 2023
amader protidin

রৌমারীতে চারতলা ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমাদের প্রতিদিন
3 weeks ago
42


কুড়িগ্রাম  অফিস:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জেলা পরিষদের মালিকাধীন চারতলা বিশিষ্ট একটি আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় রৌমারীতে জেলা পরিষদের দ্বিতীয় তলা ডাকবাংলোর পূর্ব পাশে নতুন চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মো. জাফর আলী।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমান  আলী,উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান,আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আমজাদ হোসেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব,জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আরমিন নাহার,সদস্য হারুনুর রশীদ,সদস্য একরামুল হক বুলবুল, সহকারী প্রকৌশলী (চঃদাঃ) মিজানুর রহমান, রৌমারী উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রমুখ।

উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য এডিপির অর্থায়নে জেলা পরিষদ প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা আধুনিক ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়