২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

বিএনপি-জামাত এর দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও যুবলীগ

আমাদের প্রতিদিন
4 weeks ago
42


কুড়িগ্রাম অফিস:

বিএনপি-জামাত এর দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ।

আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রবি বোস, ফজলে নুর তানু,আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, রেদওয়ানুল হক দুলাল, মমিনুর রহমান মমিন,  গোলাম মওদুদ সুজন,ড:শাহানাজ বেগম নাজু,মাহবুবা বেগম লাভলী,  আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান, সফিকুল ইসলাম শাকিব প্রমূখ।

বক্তারা বিএনপি-জামাত এর সকল নৈরাজ্যের প্রতিবাদে নেতা-কর্মীদের রাজপথে থেকে মোকাবেলা করার আহ্বান জানান। অপরদিকে, শহরের কলেজ মোড় এলাকা থেকে একই প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে যুবলীগ নেতা রেদওয়ানুল হক দুলালের নেতৃত্বে একটি পৃথক মিছিল শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ

জনপ্রিয়