বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতা প্রতিবাদে কুড়িগ্রামে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

কুড়িগ্রাম অফিস:
“বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দঁাড়াও নারী সমাজ” এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি রবি বোস, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা অসীম সরকার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা বেগম, তাহমিনা বেগম মিনা, ফাল্গুনী তরফদার, ফারহানা বেগম মিমি, কহিনুর বেগম, প্রমূখ।
বক্তারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদে নারী সমাজকে রাজপথে থেকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।