১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পরিশ্রম করছেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

আমাদের প্রতিদিন
3 weeks ago
34


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, আগামী দুই বছর পরে এই অঞ্চল কোন খাবার পানির সংকট হবে না। আমাদের নদী খনন করা হচ্ছে। আমরা প্রচুর তারা পাম্প স্থাপন করেছি। শত শত নয়, হাজার হাজার তারা পাম্প খরা অঞ্চল গুলোতে দেয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আমরা এগিয়ে চলছি। শিক্ষার আলো যেখানে জ্বলবে সে এলাকা কখনো নিভে যাবে না। এই শিক্ষিত মানুষগুলো এলাকা আলোকিত করে গড়ে তুলবে। আল ফালাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ মানবতাবাদী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং এলাকার মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কিভাবে পরিশ্রম করছেন আপনারা দেখছেন। তিনি এই এক মাসের মধ্যে আমেরিকা, দিল্লি, আফ্রিকা, সৌদি আরব, ফ্রান্স এতগুলো দেশ ভ্রমন করলেন। তিনি এত বড় বড় মানুষের সাথে দেখা করলেন, বাউডেন বলেন, নোরেন্দ্র মোদি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট সহ কত মানুষের সাথে দেখা করেছেন। কিসের জন্য, এ দেশের মানুষের উন্নয়নের জন্য। ইসলামিক নারী সম্মেলনে তিনি যোগদান করে আজকে সকালে দেশে ফিরেছেন। তিনি সেখানে ওমরাহ পালন করেছেন। এই মানুষটি দেশের জন্য এত পরিশ্রম করছেন এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তিনি কোভিড-১৯ কালীন সময়ে এত দুর্যোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্দের দুর্যোগ, ফিলিস্তিনে আমার শিশুদেরকে, আমার নারীদেরকে হত্য করা হচ্ছে, ইসলাম আজকে চরম সংকটের মধ্যে আছে। আজকে মুসলমানরা সারা পৃথিবীতে টার্গেট হয়ে গেছে কেন, দু’চারজন মানুষের গোষ্ঠীর কারণে। বিন লাদেন, আফগানিস্তান থেকে শুরু করে, ইরাক-সিরিয়া আজকে ধ্বংস হয়ে গেলো। ইরাক একটা মহাশক্তিশালী দেশ ছিল, সেটাও ধ্বংস হয়ে গেল। আজকে ফিলিস্তিনে আমার নারীদেরকে হত্যা করা হচ্ছে, আমার শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কেন হত্যা করা হচ্ছে, নারীরা যেন ভবিষ্যতে সন্তান জন্ম দিতে না পারে। শিশুদের হত্যা করা হচ্ছে এরা যেন ভবিষ্যতে ইসলামের পক্ষে কথা বলতে না পারে। এটা ইসলামের বিরুদ্ধে অনেক বড় আঘাত। আমাদেরকে এর বিরুদ্ধে দাড়াতে হবে। ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে বিশ্বে ইস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে এর বিরুদ্ধে দাড়াতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে ইসলাম হচ্ছে একটা মানবতার ধর্ম। আমাদের প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের রোহিঙ্গা সরণার্থীদের আশ্রয় দিয়েছেন, এতে কি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। তারা এখানে আশ্রয় গ্রহণ করেছেন। আমাদের পক্ষ হতে তাদের খাওয়া-চিকিৎসা দেয়া হচ্ছে। সারা বিশ্বসহ সমগ্র মানবতার কাছে বলতেছি এদেরকে তাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার জন্য, কই আমরাতো আক্রমণ করি নাই। উখিয়া-টেকনাফ উপজেলার স্থানীয় মানুষ ৬ লক্ষ, কিন্তু আমাদের সরণার্থী ১০ লক্ষ। কই আমাদের কোন মানুষ তাদেরতো আঘাত করে নাই। কারণ এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে মানবতার পক্ষে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কখনো আক্রমনাত্মক হোন নাই। সব সময় তিনি ধৈর্য্য ধরেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা সে পথেই চলছি।

বুধবার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন আল ফালাহ মডেল মাদ্রসার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন শেষে সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলি বলেন।

আল ফালাহ মডেল মাদ্রসার সভাপতি রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক এ. কে. এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. ইসমাইল হোসেন প্রমুখ।

এর আগে তিনি বিরল উপজেলাধীন বোর্ডহাট হতে ব্রহ্মপুর ভায়া শিবপুর রাস্তা, ওয়াই এম সি পাথরঘাটা পুকুর হতে ফতেপুর মাদ্রাসা ভায়া চৌধুরীডাঙ্গা স্কুল পর্যৗল্প সড়ক, ভান্ডারা ইউপি অফিস হতে বহবলদিঘী হাট পর্যন্ত সড়ক, বহবলদিঘী হাট হতে কালিয়াগঞ্জ হাট সংযোগ সড়ক ভায়া ছোট চৌপুকুরিয়া পর্যন্ত সড়ক, বিরল উপজেলা হেড কোয়ার্টার হতে শিকদারগঞ্জ ভিসি ভায়া কালিয়াগঞ্জহাট ও কামদেবপুর হাট সড়ক এবং পরে বিজোড়া হাজীপাড়া হতে বৈদ্যনাথপুর মোড় ভায়া পলাশবাড়ী পর্যন্ত সড়ক, সিংগুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধ স্মৃতি যাদুঘরের সংযোগ সড়ক, সিংগুল হতে গোবিন্দুপর ভায়া শ্যামপুর সড়ক, গোবিন্দপুর মোড় হতে লক্ষীরহাট সড়ক, ধামইর ইউপি’র হেডােয়ার্টার হতে তারগাঁও ইউপি পর্যন্ত সড়ক এর ভিত্তি প্রস্তর স্থাপন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধনকৃত দিনাজপুর জেলার গৌরীপুর নামক স্থানে খরা মৌসুমে সম্পুরক সেচ প্রদানের লক্ষ্যে পুণর্ভবা নদীর উপর সমন্বিত পানি নিয়ন্ত্রন অবকাঠামো পরিদর্শন এবং চৌরঙ্গীহাটের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশে উপস্থি থেকে বক্তব্য প্রদান করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়