১৯ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৩ ডিসেম্বর, ২০২৩ - 03 December, 2023
amader protidin

রংপুর জেলা ও মহানগর মহিলা আ’লীগের মানববন্ধন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
88


নিজস্ব প্রতিকেদক:

বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাড়াঁনোর আহবান জানিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার সভাপতি মততাজ বেগমের সভাপতিত্বে এবং রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি ও রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার মহিলা লীগের সহ সভাপতি পারভীন আক্তার, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য রোজি রহমান, লতিফা শওকত, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালহা বিপ্লব, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহানাজ বেগম, রংপুর মহানগর সিঃ সহ সভাপতি মনোয়ারা বেগম মলি, সদস্য ইরা হক, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, কাউনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুন নাহার বেগম, বদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলগের নেত্রী মহসিনা বেগম ছাড়াও মহানগরের ওয়ার্ড ও জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় রংপুর মহানগরের আওতাধীন সকল ওয়ার্ডসহ জেলার সকল উপজেলা হতে আগত নেতৃবৃন্দ এবং রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়