রংপুর সদর উপজেলায় আমন ধান কাটা-মড়াই শুরু

পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার ৫ ইউনিয়নে আমন ধান কাটা-মাড়াই এর কাজ শুরু হয়েছে। ধান কাটার পর একই জামতে আগাম আলু সহ নানান জাতের শাকসবজি চাষের প্রস্ততি নিচ্ছেন কৃষকরা। রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আমন ধান কাটামাড়াই দৃশ্য চোখে পরে, ২ নং হরিদেবপুর ইউনিয়নের গিয়ে দেখা যায় ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এদিকে মমিনপুর, চন্দনপাট,খলেয়া, সদ্যপুস্করনী ইউনিয়নের কৃষকরা ধান কেটে বাড়ির উঠানে মাড়াই কাজ শুরু করছেন। এ সময় কৃষক আয়নাল হক বলেন আমি ৫০ শতক জমিতে ধান লাগাইছি আশা করি ধানের বাম্পার ফসল হবে তাই কৃষকের মুখে আনেক হাঁসি। ধান কাটা-মাড়াই শেষ হলে, জমিতে ১৫ দিনের মাঝে আলু সহ নানান জাতের শাক সবজি লাগানো কাজ শুরু করবেন কৃষকরা।