২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

রংপুর আনসার-ভিডিপির ডাইনিং হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমাদের প্রতিদিন
4 weeks ago
94


খবর বিজ্ঞপ্তির:

রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ডাইনিং হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ১৫’শ বর্গফিট আয়তনের ডাইনিং হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেখানে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে রংপুর জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সোনার বাংলা গড়তে এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বাহিনীকে অনন্য উচ্চতায় ধাপে ধাপে এগিয়ে নিতে সার্বক্ষনিকভাবে কাজ করে যাচ্ছেন। মহাপরিচালক মহোদয়ের দিক-নির্দেশনায় আজকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ডাইনিং হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। যাতে করে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে শান্তিপূর্ণ ভাবে পরিস্কার-পরিচ্ছন্ন স্থানে বসে খাবার খেতে পারেন।

সর্বশেষ

জনপ্রিয়