গঙ্গাচড়ায় দোকান ও রাইস মিলে আগুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া বাজারে আগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চাঁন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর একটি গালামালের দোকান ও একটি রাইস মিল এবং মোশারফ হোসেন নামে এক অটো চালকের একটি অটো।আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে সবাই বাজারে বেচা-বিক্রি শেষ করে বাড়িতে চলে যায়। রাত তিনটার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায়। শব্দ শুনে আশপাশের লোকজন এসে দেখেন চাঁন মিয়ার দোকান ও রাইস মিলে আগুন লেগেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের মালামাল হাতে নিয়ে কাঁদছেন চাঁন মিয়া এবং পাশে রাইস মিলটির পুড়ে যাওয়া মটারের পাশে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন চাঁন মিয়ার বড় ছেলে শানি মিয়া।
এসময় কান্নায় বিলাপ করে চাঁন মিয়া বলেন, কালক্যা হামরা সবায় রাত সাড়ে ১২ টার সময় দোকান, মিল সব কিছু বন্ধ করি বাড়ি গেছি। রাইত তিনটার সময় মানুষের চিল্লাচিল্লি শুনি আসি দেখি আমাদের সবকিছু পুড়ি ছাঁই হয়া গেইছে। এখন আমরা আমাদের পরিবার নিয়া কি খায়া বাঁচমো হামরা। দোকান, মিল সবেই লোন করি করা। এখনও হামার কাছোত ব্যাংক ৮ লাখ টাকা পাইবে। কেমনে লোনের টাকা শোধ করমো?
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চলতি দায়িত্বপ্রাপ্ত ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। এসময় তিনি চাঁন মিয়ার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং অটোচালক মোশারফ হোসেনকে ৮ হাজার টাকা ও খাদ্যসহায়তা প্রদান করেন।