১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

লালমনিরহাটে অবরোধ সমর্থনে  টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

আমাদের প্রতিদিন
3 weeks ago
24


লালমনিরহাট প্রতিনিধি:

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ২য় দিনে লালমনিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়েকর কালীগঞ্জে, হাতীবান্ধার আডিটরিয়াম মোড়, কালবালারদীঘি ও সদর উপজেলার বড়বাড়ী এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহা সড়ক অবরোধ করে মিছিল করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে বসে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি গাড়ি রাস্তার দু পাশে থেমে যায়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছে বিষয়টি শুনেছি। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ

জনপ্রিয়