২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৬ ডিসেম্বর, ২০২৩ - 06 December, 2023
amader protidin

পীরগাছায় মহিলা কলেজের ৩০০ শিক্ষার্থীর নবীণ বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
3 weeks ago
23


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা মহিলা কলেজের নতুন ৩০০ শিক্ষার্থীর নবীণ বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ একেএম শরিফুজ্জামান বুলুর সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক্ষ সাংবাদিক আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজ গর্ভানিং বডির সভাপতি শাহ মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোত্তালিব, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বের হোসেন মনা, সাধারন সম্পাদক মেরিনা লাভলী প্রমুখ। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ ও বিএমটি) এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ৩০০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী অন্তর রহমানসহ অন্যান্য শিল্পীবৃন্দ।   

সর্বশেষ

জনপ্রিয়