২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

পলাশবাড়ীতে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
84


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

বিএনপি জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্র মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ এর নেতৃত্বে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম,জেলা তাতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তোতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত,পৌর তাতীলীগের সভাপতি ইমরান সরকার রাজু,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ রিয়াদসহ অন্যান্যরা। এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জামাত বিএনপির অবরোধ হরতাল এখন জাদুঘরে বক্স বন্দি হয়ে গেছে। পলাশবাড়ীর সাধারণ মানুষ অবরোধ প্রত্যাখান করে ঘর হতে বেরিয়ে পড়েছে। বাসসহ অন্যান্য গণপরিবহন সড়কে চলাচল করছে। দেশের মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে তারাই আবারো জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করবে।

সর্বশেষ

জনপ্রিয়