২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৬ ডিসেম্বর, ২০২৩ - 06 December, 2023
amader protidin

কুড়িগ্রামে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার

আমাদের প্রতিদিন
3 weeks ago
76


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৌশলে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৪৫ বোতল ফেনসিডিল ঢুকিয়ে পাচারের সময় মোটরসাইকেলসহ মাদকগুলো আটক  করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ। এর আগে গত বুধবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১টি মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করা হয়েছে এবং জরিতদের চিহৃিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সর্বশেষ

জনপ্রিয়