বিরলে এক যুবকের আত্মহত্যা

বিরলে এক যুবক আত্মহত্যা করেছে। সে বিরল ইউনিয়নের সাবইল গ্রামের গুণধর চন্দ্র দেবশর্মা এর ছেলে তনয় চন্দ্র দেবশর্মা (২৪)। তার কাকা জসরত চন্দ্র দেবশর্মা জানান, সে মানষিক সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভূগছিল। শুক্রবার দুপুরে নিজ শয়ন ঘরের বর্গার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। এ রিপোর্ট লেখাকালীন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।