১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

কুড়িগ্রামে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

আমাদের প্রতিদিন
2 weeks ago
58


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।  নিহত বাইসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। সে সন্ধ্যার দিকে বাইসাইকেল যোগে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।  ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়