গঙ্গাচড়ায় আগুনে দুই দোকান পুড়ে ভস্মীভূত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের দু’টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এঘটনায় মুহূর্তে দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এছাড়াও একটি কাপড়ের দোকানে আংশিক ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে মন্থনা ভিতর বাজারের একটি সু-ষ্টোর ও একটি ইলেকট্রনিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে ২ দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
প্রতক্ষদর্শীরা জানান, বাজারে থাকা কয়েকজন লোক হঠাৎ করে দেখতে পায় ভিতর বাজারে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা। ছুটে গিয়ে দেখে স্যান্ডেল ব্যবসায়ী রফিকুলের সু-ষ্টোরে আগুন লেগেছে। পরে সে আগুন ইলেকট্রনিক্স ব্যবসায়ী কামরুজ্জামানের মালামাল রাখা গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইলেক্ট্রনিক্স দোকানের গোডাউনের মালিক কামরুজ্জামানের দাবি তার গোডাউনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে। অন্যদিকে সু ষ্টোরের মালিক রফিকুল ইসলাম দাবি করে বলেন, তার দোকানেরও প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে তাদের আগুনে পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চলতি দায়িত্বপ্রাপ্ত ফায়ার স্টেশন অফিসার মমতাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।