১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

কাউনিয়ায় জুয়ার  সরমঞ্জামসহ ছয়জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
43


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার খেলার সরমঞ্জাম এবং নগদ টাকা জব্দ করা হয়। রবিবার দিনগত রাত দেড় টার দিকে টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রাম থেকে তদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হরিচরণ লস্কক গ্রামের রুবেল, নিজপাড়া গ্রামের রেজাউল করিম, তালুক শাহবাজ গ্রামের আতিকুর রহমান সাজু, একই গ্রামের ফরিদুল ইসলাম, উত্তর রাজিব গ্রামের আজিজুল ইসলাম একই গ্রামের সাহের উদ্দিন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিচান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা হয়েছে। ছয়জনকেই সোমবার আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়