গঙ্গাচড়ায় ধান ক্ষেতের সাথে শত্রুতা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে এক কৃষকের অপরিপক্ব ধান ক্ষেত বাঁশ দিয়ে হেলে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এতে ক্ষেতের সম্পুর্ন ধান চিটা হওয়ার আশংকা করছেন ওই কৃষক। এঘটনায় ভুক্তভোগী কৃষক গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পশ্চিম কুড়িবিশ্বা কুটিপাড়া গ্রামের মাঞ্জুরুল হকের ছেলে মশিয়ার রহমানের সাথে তার প্রতিবেশী মৃত মোজা মিয়ার ছেলে
আতিকুল ইসলাম (৩৫) ও আক্তারুল ইসলামের স্ত্রী আদুরী বেগম (৩০) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে মশিয়ার কাজের জন্য ঢাকায় থাকার সুযোগে ঘটনার দিন গত ১১ নভেম্বর দিবাগত রাতে আতিকুল ও আদুরী দুজনে মশিয়ারের রোপনকৃত অপরিপক্ব আমন ধান ক্ষেত বাঁশ দিয়ে হেলে মাটিতে ফেলে দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষক মশিয়ার জানান, ধার-দেনা করে ক্ষেতে সার ফসফেটসহ অন্যান্য উপকরণ দিয়েছিলাম। ক্ষেতে কঠোর পরিশ্রম করার পর একমাস পরই ফসল তুলতে পারতাম । ফসল নষ্ট হওয়ায় আমার প্রায় ৭০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয় শাহিনুর বলেন, এ ধরনের নিষ্ঠুর কাজ যারা করে তারা মানুষ না। শত্রুতার জের ধরে মানুষ হয়ে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা। এ ধরনের অপরাধের বিচার না হলে আরও এমন ঘটনা ঘটতে পারে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।