২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

রংপুর কোতয়ালী সদর থানার ওসি সুশান্তের দায়িত্ব গ্রহণের এক বছর

আমাদের প্রতিদিন
3 weeks ago
63


পাগলাপীর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার দায়িত্ব পালনের এক বছর। তিনি কোতয়ালী সদর থানার (ওসি) হিসাবে যোগদান করার পর থেকে থানার সেবা গাতি পাল্টে গেছে ও নারী, শিশু, বয়স্ক কিংবা প্রতিবন্ধীগন  থানায় এসে এখন নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন, সমস্যা কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রত ব্যবস্থা নেয়া হচ্ছে। (ওসি) সুশান্ত কুমার সরকার এক বছরে বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া সহ মাদক সেবনের মতো অনেক ঘটনা কমে যাওয়ায় মানুষজন শান্তিতে জীবন যাপন করতে পারছে।  তিনি এক বছরে প্রতিবন্ধী সার্ভিস ডেক্স চালু সহ রংপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়নের  প্রতিটি ওয়ার্ডে রিট পুলিশিং সেবার গতি বাড়ান, রাতে পুলিশ টহল বাড়ান যাতে রাতে কোনো গ্রামে চুরি না হয় । ওসি জনসাধারণেন জন্য থানা  দিন- রাত  ২৪ ঘন্টা সেবার দ্বার উম্মুক্ত রাখার ঘোষণা দেন । তাই বিভিন্ন মহল থেকে রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকারকে সাধুবাদ জানানো হয়।  

সর্বশেষ

জনপ্রিয়