১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

পীরগাছায় গাঁজার গাছসহ আসামী গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
54


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় অন্য মামলায় আসামী ধরতে গিয়ে গাঁজার গাছসহ এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত এনামুলসহ (২৬) আরো দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত এনামুল উপজেলার অন্নদানগর গ্রামের মোবারক আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১২ নভেম্বর) উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে।

জানা যায়, পীরগাছা থানা পুলিশ অন্য একটি মামলায় আসামী ধরার জন্য আসামী ইজ্জত আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী এনামুল, মাদক ব্যবসায়ী ইজ্জত আলী (৪৫), নাইম ইসলাম (২৭) দুইটি মটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। ইজ্জত আলী ও নাইম ইসলাম পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ এনামুলকে ইজ্জত আলীর পুকুর পাড়ে ধরে ফেলে এবং তার নিকট হতে দুই পুড়িয়া শুকনো গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ ইজ্জত আলী সুরক্ষিত পুকুর পাড়ে তল্লাসী করে আনুমানিক ৪ কেজি ওজনের (কাঁচা) একটি গাঁজার গাছ দেখতে পায়। পুলিশ আসামী এনামুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় গাঁজার গাছটিসহ ২টি মটর সাইকেল জব্দ করে। এঘটনায় ওইদিনই পুলিশ বাদী হয়ে গাঁজার চাষ ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে এনামুলসহ অপর দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা করে। মামলার অপর আসামীরা হলেন পঞ্চানন গ্রামের মৃত খলে শেখের ছেলে মাদক স¤্রাট ইজ্জত আলী, অন্নদানগর গ্রামের শফি আলমের ছেলে নাইম ইসলাম। ইজ্জত আলী সাবেক পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, অন্য একটি মামলায় আসামী ধরতে গিয়ে গাঁজার গাছসহ এক আসামীকে গ্রেফতার করা হয়। এঘটনায় ৩ জনের নামে পৃথক একটি মামলা হয়েছে। ধৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়