শিল্পকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত শিল্পাঞ্চল তৈরিতে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ-পীরগঞ্জে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ
উত্তরজনপদকে এগিয়ে নিতে শিল্পের উন্নয়ন প্রয়োজন, তাই শিল্পকে অগ্রাধিকারের ভিত্তিতে রংপুর অঞ্চলে প্রথমে পরিকল্পিত শিল্পাঞ্চল দিয়েই গ্যাস সরবরাহ করা হবে। পরে পর্যায়ক্রমে ২০২৬ সালের পর সকল পর্যায়ে গ্যাস সরবরাহ করা হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার এসব কথা বলেন।
আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পসমুহের মধ্যে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প ও রংপুর-নীলফামারী ও পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক প্রকল্প নির্মাণ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনের পর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পীরগঞ্জ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, ব্যক্তি আবাসিকে গ্যাস দিলে ব্যক্তির উপকার হবে, এতে করে শিল্পের উৎপাদন ব্যহত হবে। আর দেশের কৃষিদ্রব্যকে উৎপাদন করে শিল্পেরুপান্তরিত করা এবং প্রচুর জনগণকে কাজে সম্পৃক্ত করাই আমাদের টার্গেট।
ফলক উন্মোচনের পর আলোচনা অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হুমায়ন কবীর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাবিবুল হাসান রুমি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুকসানা নাজমা ইছাহাক, পশ্চিমাঞ্চলন গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া চৌধুরী, জিটিসিএল (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস)এর মহাব্যবস্থাপক আইনুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, নুরুল আমিন রাজা, মকবুল হোসেন সরদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম, রংপুর-নীলফামারী ও পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা ও বড়দরগাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।