গঙ্গাচড়ার বেতগাড়ীসহ ৯ টি ইউনিয়নে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ, বেতগাড়ী ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ বেতগাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার সন্ধ্যায় বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সৌরভ গোস্বামী তিতাস। বেতগাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বেতগাড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায়। সভায় বেতগাড়ী ইউনিয়ন কৃষক লীগের ৯ টি ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে বেতগাড়ী ইউনিয়নসহ উপজেলার ৯ টি ইউনিয়নে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।