১৯ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৩ ডিসেম্বর, ২০২৩ - 03 December, 2023
amader protidin

কুড়িগ্রামে দলীয় সরকারের অধীনে এক তরফা তফশিল ঘোষণা প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আমাদের প্রতিদিন
2 weeks ago
30


কুড়িগ্রাম অফিস:

দলীয় সরকারের অধীনে এক তরফা তফশীল ঘোষণা করার প্রতিবাদে কুড়িগ্রামে গণ মিছিল ও বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার  সকল স্তরের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর সাড়ে ৩ টায় নছর উদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একটি পথ সভার মাধ্যমে মিছিলটি শেষ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ নুরে আলম সিদ্দিকী,  সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম,প্রচার সম্পাদক মাওঃ মোঃ আবুল কাশেম আজাদ অর্থ সম্পাদক মাওঃ মোঃ শরিফুজ্জামান সিদ্দিকীসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, আমাদের এক দফা এক দাবি অবৈধ সরকারের অধীনে তফসিল ঘোষণা বাতিল করতে হবে।বর্তমান ইসি সরকারের কথা শুনছে তারা জনগণের  কথা শুনছে না।এই অবৈধ তফসিলকে আমরা মানি না মানবো না।রক্ত দিয়ে হলেও এই অবৈধ তফসিল প্রতিহত করতে হবে বলে আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়