১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ফুলবাড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে এক যুগ বন্ধ থাকা সড়কে চলাচল শুরু

আমাদের প্রতিদিন
2 weeks ago
83


আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী, কুড়িগ্রাম:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউএনও’র  হস্তক্ষেপে সড়কে চলাচল করতে পারছেন স্থানীয়। বুধবার ইউএনও সিব্বির আহমেদ এক যুগ পর ১৫০ মিটার গ্রামীন সড়ক স্থানীয়দের চলাচলের উপযোগী করে দেওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা গেছে,েউপজেলার বড়লই বালাতাড়ি এলাকার  আশরাফুল আলম ও আব্দুল মজিদের সাথে বাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্বের কারণে এক যুগ ধরে ১৫০ মিটার সড়কটি তাদের দখলে থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। ফলে এলাকার শতশত মানুষজন বিকল্প সড়কে ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চরম দুর্ভোগে খরিবাড়ী, আমচা বাজার, বড়লই বাজার ও বড়ভিটাসহ ফুলবাড়ী সদরে যাতায়াত করে আসছেন।

সম্প্রতি ওই মানুষজনের চলাচলের জন্য ইউএনও’র বরাবরে সড়কটি চলাচলে খুলে দেওয়ার জন্য আবেদন করেন। ইউএনও সিব্বির আহমেদ বিষয়টি গরুত্বসহকারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথকে সঙ্গে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মানুষজনদের সাথে টানা তিন দিন বৈঠক করার পর বুধবার শেষ বিকালে বাদী-বিবাদীর সীমানা ঠিকঠাক করে টিন সেটের বেড়া সরিয়ে দেন। পরে সড়কটি মানুষের চলাচলের জন্য খুলে দেন এবং সড়কে মাটি ভরাটের পর দুই পাশে ৫০ থেকে ৬০ টি ফলের গাছ লাগানো হয়।

স্থানীয়রা জানান, আবদার ও আব্দুল আজিজ জানান, এতদিন অতিকষ্টে মানুষ চলাচল করছিলেন। কিন্তু কোন ধরণের যান বাহন চলতো না। এক যুগ পর ইউএনও স্যার সড়কটি উদ্ধার করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইউএনও সিব্বির আমমেদ জানান, বিষয়টি জনদুর্ভোগ। স্থানীয় মানুষজনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়েছে। এখন সড়ক দিয়ে মানুষজন স্বাধীনভাবে চলচল করছে। সমাধানটা করতে পাড়ায় আমারও ভাল লাগছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়