১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

গঙ্গাচড়া ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
109


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সুজা আহম্মেদ,রাজু আহম্মেদ শিবুল, মোঃ মোজাম্মেল হক,মোঃ আব্দুল মতিন (অভি), মোঃ আজাহার আলী,

মোঃ সুমন মিয়া,মোছাঃ ফরিদা বেগম,মোছাঃ লাইফি বেগম,মোছাঃ মোর্শেদা বেগম।সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এলাকার সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ ইউনিয়ন বাসীকে সজাগ থাকার অনুরোধ জানান।

সর্বশেষ

জনপ্রিয়