১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

রংপুর মহানগর যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে রংপুরে আনন্দ মিছিল বের করেছে মহানগর যুবলীগ। বুধবার (১৫ নভেম্বর) রাতে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর বেতপট্টি হতে আনন্দ মিছিল বের করে সুপার মার্কেট হয়ে টাউন হল চত্বর দিয়ে ঘুরে পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়ে সেখানে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ আয়োজনে মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য. বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তফসিল প্রসঙ্গে তিনি বলেন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ থেকে ১৫ ডিসেম্বর মনোনয়ন আপিল ও নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এছাড়া প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের সংসদ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিইসি।

সর্বশেষ

জনপ্রিয়