২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৬ ডিসেম্বর, ২০২৩ - 06 December, 2023
amader protidin

রংপুর- ১ (গঙ্গাচড়া) আসনে আ'লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে মনোনয়ন সংগ্রহ

আমাদের প্রতিদিন
2 weeks ago
73


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেলে  ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ'লীগ নেতা  এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার  প্রার্থী করার দাবি তুলে আসছিল।  

সর্বশেষ

জনপ্রিয়