লালমনিরহাটে হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে বিএনপির সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি:
সরকার পদত্যাগের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লালমনিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়েকর কালীগঞ্জের চাপারহাট, হাতীবান্ধা ও সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সড়ক অবরোধ করে হরতাল সমর্থনে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে বসে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থানে মহাসড়ক দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়ি রাস্তার দু পাশে থেমে যায়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে জেলার তুষভান্ডার বাজারে শনিরার রাতে মশাল মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন হরতালে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।