১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ফুলবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

আমাদের প্রতিদিন
1 week ago
92


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী।

শনিবার ফুলবাড়ী ডিগ্রী কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।

পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। মোট ভোটার সংখ্যা ছিল  ৪৮৩ জন।

নির্বাচনে সাবেক সভাপতি আব্দুল মালেক লেচু চেয়ার প্রতীকে ৩৯৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি ও মমিনুল ইসলাম তালা প্রতীক ২০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও সহ সভাপতি পদে নুরনবী ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আলী, প্রচার সম্পাদক আক্কাস আলী, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র ও কার্যকরী সদস্য পদে ফারুক হোসেন নির্বাচিত হন।

সর্বশেষ

জনপ্রিয়