ফুলবাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয় তার নিজ বাড়ীর লিচু হাছ থেকে। মৃত আবেদ আলী (৭০) উপজেলার চর-সোনাইকাজী গ্রামের মৃত তমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আবেদ আলী রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বেড় হন। তাকে সারাদিন খুজে না পাওয়ায় রাতে স্থানীয় পথচারী লিচু বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় লিচু গাছে মরদেহ ঝুলতে দেখে চিৎকার করলে বাড়ীর লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।