২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

কু‌ড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম‌্যান পদ থেকে পদত‌্যাগপত্র জমা দিলেন জাফর আলী

আমাদের প্রতিদিন
2 weeks ago
48


আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম:   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কু‌ড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার প্রত‌্যাশায় জেলা প‌রিষদের চেয়ারম‌্যান পদ থেকে পদত‌্যাগপত্র জমা দি‌য়েছেন কু‌ড়িগ্রাম জেলা প‌রিষদের চেয়ারম‌্যান ও জেলা আওয়ামীলীগ সভাপ‌তি সাবেক এমপি মো: জাফর আলী। সোমবার ২০ নভেম্বর দুপুরে তিনি নিজেই এ তথ‌্য নি‌শ্চিত করে‌ন। তি‌নি জানান,‘সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত‌্যাশায় সোমবার  (আজ) দুপুর ১২টার দিকে ঢাকায় স্হানীয় সরকার  মন্ত্রণালয়ে গি‌য়ে জেলা প‌রিষদ চেয়ারম‌্যান পদ থেকে পদত‌্যাগপত্র জমা দিয়ে‌ছি। আ‌মি আশা ক‌রি দলীয় সভাপ‌তি ও বঙ্গবন্ধু কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আমাকে কু‌ড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন দেবেন।

সাবেক সংসদ সদস‌্য ও জেলা আওয়ামীলীগের এই প্রবীণ নেতা বলেন, জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তড়ান্বিত করার পাশাপা‌শি দলকে আরও শ‌ক্তিশালী করার জন‌্য কু‌ড়িগ্রাম সদর আসনে সংসদ সদস‌্য হিসেবে আওয়ামীলীগের দলীয় প্রার্থী প্রয়োজন। এলাকার মানুষের এবং দলীয় নেতা কর্মীদের প্রত্যাশার কথা বিবেচনা করে আশা কর‌ছি প্রধানমন্ত্রী সা‌র্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমা‌কে মনোনয়ন দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, জাফ‌র আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আমান উ‌দ্দিন আহমেদ মঞ্জু, একুশে পদক প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর জেলা আওয়ামীলীগের সহসভাপ‌তি এস এম আব্রাহাম লিংকন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু  সহ কু‌ড়িগ্রাম -২ আসন থে‌কে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় মনোনয়নপত্র কি‌নে জমা দিয়েছেন মনোনয়ন পাওয়ার আশায়  ।

সর্বশেষ

জনপ্রিয়