২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ

আমাদের প্রতিদিন
2 weeks ago
119


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন থেকে মনোনয়ন চাইবেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

তৃণমূলের পছন্দের এই নেতা দুই উপজেলার দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষের পছন্দের মানুষটি এবার মনোনয়ন চাইবেন জেনে দুই উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দও লক্ষ করা যাচ্ছে।

সবার ধারনা দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবার নৌকার মনোনয়ন পেলে ভোটাররা খুশি হয়েই ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে।

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে নানা প্রতিবন্ধকতা। যে এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল নেতা।

দুই উপজেলার প্রিয় নেতা মোকছেদ চৌধুরী বিদ্যুৎ অনেক বাঁধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় এবার গাইবান্ধা-৩ আসন থেকে নৌকার মনোনয়ন চাইবেন তিনি।

তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। সফল এই মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতোই। একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। উপজেলার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দুই উপজেলায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন নৌকার জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ-আপদে ছুটে যান। উপজেলায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।

উপজেলার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা চেয়ারম্যান বুঝিনা। বিদ‍্যুৎ ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি আমাদের তথা এলাকার অনেক উপকার করেছেন। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজসেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

 উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সর্বশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তিনি। মেধা, মনন, কর্ম, প্রয়াস, শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।

পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল ও নিম্ন মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমার এলাকার প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন আর আমাকে যদি এবার নৌকার মনোনয়ন দেন তাহলে নির্বাচিত হয়ে দুই উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়