১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করলেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

আমাদের প্রতিদিন
1 week ago
104


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে প্রতিদ্বন্দিতা করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলেন করলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আজ ২০ নভেম্বর সোমবার দলীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের এসময় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার বিপ্লব, নির্মল কুমার মিত্র, আজাদুল ইসলাম,জেলা তাতীলীগের সভাপতি আহসান হাবিব স্বাধীন, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরু মন্ডল, রফিকুল চেয়ারম্যান,বনগ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি মোকলেস হোসেন, রসুলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল  ইসলাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপত মোকসুদার রহমান,এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব রহমান নাসিম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন ফরম উত্তোলন শেষে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ মানুষের নিকট দোয়া কামনা করে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন,যত ষড়যন্ত্র করুক বিএনপি জামাত বাংলার মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে।  নেতাকর্মীদের নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটে নৌকার জয় নিশ্চিত করে। আবারো প্রধানমন্ত্রীকে গাইবান্ধা ৩ আসনের জয় উপহার দিতে পারবো বলে আমি শতভাগ আশাবাদি।

 

সর্বশেষ

জনপ্রিয়