নাগেশ্বরীতে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ অনুসারের উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ-এর নেতৃত্বে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আশিক আহমেদসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ বলেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ অনুসারের উপজেলার সকল পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের ইত্যাদি অপসারণ শুরু করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সব ধরনের ধরনের পোস্টার, লিফলেট, বিলবোর্ড ইত্যাদি অপসারণ নিশ্চিত করা হবে। এছাড়াও স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে ও যারা ব্যানার, পোস্টার ইত্যাদি টাঙিয়েছে তাদেরকে নিজ উদ্যোগে নির্বাচনী আচরণ বিধিমালা বহির্ভূত প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষান্তরে আইন বহির্ভূতভাবে ব্যানার, পোস্টার, বিলবোর্ডসহ অন্যান্য নির্বাচনী প্রচারণা অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।