১৮ বৈশাখ, ১৪৩১ - ০১ মে, ২০২৪ - 01 May, 2024
amader protidin

ডোমারে পাট চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
30


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

"সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ " "পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পাট চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প " এর আওতায় তালিকাভূক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিজানের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, অফিস সহায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দশটি ইউনিয়ন এবং ১টি পৌরসভাসহ মোট ২ হাজার ৮ শত ৫০ জন তালিকাভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে ৬ কেজি ইউরিয়া সার ৩ কেজি টিএসসি সার এবং ৩ কেজি এমওপি সার বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা পাট উন্নয়ন কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়