১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

কমিশনের মক ভোটিং নিয়ে অসন্তোষ মোস্তফার

আমাদের প্রতিদিন
1 year ago
325


নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। প্রথমবারের মতো এই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়ায় ইভিএম-এ ভোটের ধারণা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিং এর উদ্যোগ কোন কাজে আসছে না উল্লেখ করে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর ধাপ এলাকায় গণসংযোগকালে মক ভোটিং নিয়ে কমিশনের উদ্যোগের ব্যাপারে সাংবাদিকদের বলেন,শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারদের উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচারণা চালানোর অনুমতি চাইলে এটাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে অনুমতি দেয়নি। নির্বাচন কমিশন নিজ উদ্যোগে পাড়ায় মহল্লায় মত ভোটিং এর আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তাদের এই উদ্যোগ কোন কাজেই আসছে না,পর্যাপ্ত মানুষের কাছে ইভিএম এর মেসেজ পৌঁছাচ্ছে না। ইভিএমে কিভাবে ভোট দিতে হয় ৯০ ভাগ মানুষই তা জানে না।

মোস্তফা বলেন, 'আমি প্রথম থেকেই ধারণা করছিলাম যে তারা এটা করতে পারবে না। তাদের ম্যানপাওয়ার (জনবল), তাদের লজিস্টিক সাপোর্ট এত নাই যে তারা প্রত্যেকটি মহল্লায় গিয়ে ইভিএম সম্পর্কে মানুষকে জানাবে ।এই সাফিসিয়েন্ট ম্যানপাওয়ার (পর্যাপ্ত জনবল) তাদের নাই।কথা বলে অনেকে কিন্ত বাস্তবতাটা ভিন্ন।তারা বাস্তবতাটা জানেনা যার কারণে অনেক ভোট নষ্ট হবে,অনেক ভোট দিতে পারবে না অনেক ভোট ক্যান্সেল (বাতিল) হবে।সেক্ষেত্রে যত ভোট বাতিল হবে তার ৮০ ভাগ ভোট আমার। এখানে মোট যে ভোট হবে সেখান থেকে এই ভোট টা কমে যাবে'।

তিনি আরও বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে গেলেও ইভিএমে ভোট দেয়া নিয়ে তারা জটিলতায় পড়বে। সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হওয়ায় কারো কাছ থেকে সাহায্য নেবারও সুযোগ নেই ।

জয়ের ব্যাপারে সাধারণ মানুষের আবেগ-উচ্ছ্বাস, ভালোবাসা ও সমর্থন দেখে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির,সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন,সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক,নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এডভোকেট সৈয়দ ফারুক আলম,জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম,মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়