২০ বৈশাখ, ১৪৩১ - ০৪ মে, ২০২৪ - 04 May, 2024
amader protidin

গংগাচড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে একাত্বতা ঘোষণা

আমাদের প্রতিদিন
1 week ago
169


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

 রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সম্ভাব্য প্রার্থী, পিএফজি নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি সকলেই একমত পোষণ করেছেন। শনিবার সকালে গঙ্গাচড়া  সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে হলরুমে পিএফজি'র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজির‘র সদস্য মোঃ আব্দুল আখের মিঞা। সভায় অংশ নিয়ে পিস অ্যাম্বাসেডর মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা যারা যে দল থেকে প্রতিনিধিত্ব করছি এবং যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো তারা যদি দায়িত্ব নিই তাহলে কোন ধরনের সহিংসতা ছাড়াই সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিএফজি‘র কোঅর্ডিনেটর আখেরুজ্জামান মিলন বলেন, প্রার্থীসহ যারা সমর্থক থাকবো তারা সহনশীল ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হলে কোনরকম সংঘাত হবেনা। পিএফজি সদস্য মোঃ আব্দুল্লা আল হাদী বলেন, আমরা সকলেই একই উপজেলার মানুষ এক সাথেই বসবাস করি। সুতরাং আমাদের নিজ নিজ কর্মী সমর্থকদের ঐ ধরনের দিকনির্দেশনা দিবো তারা কেউ যেন একে অপরের সাথে বিবাদে না জড়িয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি সদস্য মোঃ সোলায়মান আলী বলেন, প্রার্থী হিসেবে যাদের নাম শুনতে পাচ্ছি তারা সকলেই সৎ মানুষ হিসেবে জানি। অতএব তারা তাদের নিজস্ব কর্মী বাহিনীকে সৎ থাকার নির্দেশনা দিবেন এটা আমাদের বিশ্বাস। এছাড়াও সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে মোঃ রেজাউল করিম এবং মোঃ কামেল শেরাফী মাহবুব বক্তব্য রাখেন। সভাটিতে এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী সম্ভাব্য প্রার্থী, পিএফজি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী মোঃ শামসুদ্দীন।

 

সর্বশেষ

জনপ্রিয়