২০ বৈশাখ, ১৪৩১ - ০৪ মে, ২০২৪ - 04 May, 2024
amader protidin

সাঘাটায় নিখোজের ৩ দিন পর যুবকের লাশ মিলল সেপটি ট্যাংকে

আমাদের প্রতিদিন
1 week ago
90


গাইবান্ধা প্রতিনিধি:

নিখোজের ৩ দিন পর বন্ধুর বাড়ীর সেফটি ট্যাংকে মিলল যুবকের লাশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে। স্থানীয়রা জানান, উপজেলার বাটি গ্রামের মিলনের ছেলে রিফাত হোসেন (১৬) ও একই উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে স¤্রাট মিয়া (১৬) দুইজনই ঘনিষ্ট বন্ধু। বন্ধুত্বের সুবাদে দুই জনার মধ্যে গভীর সম্পক হয়। ঘটনার ৩ দিন আগে অথাৎ ১৭ই এপ্রিল স¤্রাট নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে সাঘাটা থানায় মিছিং ডায়েরী করেন। মিছিং ডায়েরীর সূত্র ধরে সাঘাটা থানা পুলিশ রিফাতকে গত ১৯ এপ্রিল (শুক্রবার) থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রিফাত স¤্রাটকে খুনের বর্ণনা দেয়। সে মোতাবেক রিফাতের বাড়ীর সেফটি ট্যাংকে ওই দিন গভীর রাতে পুলিশ স¤্রাটের লাশ উদ্ধার করে। 

আরও জানা যায়, ওদের বন্ধুত্বের সুবাদে বাড়ীতে যাতায়াত ছিল স¤্রাটের। এ সুযোগে বন্ধুত্বের খাতিরে একটি ডিএসএলআর ক্যামেরা ধার নেয় রিফাত। পরে ক্যামেরাটি ফেরত চাওয়ায় দুইজনের মধ্যে বাকবিতন্ড হয়। মূলত এটিকে কেন্দ্র করেই স¤্রাটকে খুন করে রিফাত। এ দিকে সংবাদ পেয়ে গাইবান্ধার এডিশনাল এসপি (ক্রাইম) ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মিছিং ডায়েরী করায় অভিযুক্ত রিফাতকে থানায় ডেকে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের খুনের ঘটনাটি স্বীকার করে। পরে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

সর্বশেষ

জনপ্রিয়